সর্বশেষ

জাতীয়

২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিটে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একাত্তরের গণহত্যা স্মরণে আগামী ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত একটি মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালনের আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস জাতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রী একটি বাণী প্রদান করবেন। সারাদেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের গুণী ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে ওই দিন সকাল ১০টায় যেকোনো সময়ে গণহত্যা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়াও, ঢাকাসহ দেশের সকল সিটি করপোরেশনে গণহত্যার ওপর দৃষ্টিনন্দন আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হবে এবং সরকারের ঘোষিত কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রচারিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রাণ হারানোর স্মরণে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে প্রার্থনার ব্যবস্থা করা হবে। ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সমস্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে, কেবলমাত্র জরুরি স্থাপনা ব্যতীত।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন