নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লাইনের লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণে একই পরিবারের তিনজন, যার মধ্যে একজন নারীও রয়েছেন, দগ্ধ হয়েছেন।
রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার তল্লা মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) এবং মিম (১৭)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ এবং হারুন অর রশিদ ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে।
এখন রুনা আক্তার হাসপাতালে ভর্তি রয়েছে, আর বাকি দুজন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনাটি সম্পর্কে কিছুক্ষণ আগে জানতে পারি। আমরা দ্রুত একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। জানা গেছে, ভোরে গ্যাসের চুলা জ্বালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। গ্যাসের লাইনে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
১৩৫ বার পড়া হয়েছে