সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কাশিমপুরের এক বাড়ি থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের মতে, স্বামী স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং তাদের ৪ বছরের পুত্র নাদিয়া আক্তার।

নিহত নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। পুলিশ জানিয়েছে, তার কোনো পেশা ছিল না এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, নাজমুল তার শ্বশুরের বাড়িতে স্ত্রী ও সন্তানের সঙ্গে থাকতেন। গত রাতে তারা ঘুমাতে যান এবং ঘরটি ভিতর থেকে আটকানো ছিল। ভোরে তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা দিয়ে নাজমুলের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর দরজা ভেঙে প্রবেশ করে তার স্ত্রী ও চার বছরের সন্তানের নিথর দেহ খুঁজে পান এবং পুলিশের সাহায্য চান।

পুলিশ সকাল ১০টার দিকে নিহতদের দেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন