সাহিত্য
মুক্ত আকাশে মেঘেদের মত
স্বাধীনতার গান

সুবহা মুস্তারীণ জুঁই
রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুক্ত আকাশে মেঘেদের মত
খোলা মনে আমি ভাসি
পৃথিবীর বুকে ঝড়ঝড় করে
বৃষ্টি হয়ে নেমে আসি।
মুক্ত আকাশে মেঘেদের মত
খোলা মনে আমি ভাসি
পৃথিবীর বুকে ঝড়ঝড় করে
বৃষ্টি হয়ে নেমে আসি।
পাখির মত ডানা মেলে উড়ি
যেদিকে দু'চোখ যায়
স্বাধীন পাখি এই যে আমি
খুশিতে মন টগবগায়।
ফড়িং এর মত লাফিয়ে বেড়াই
এ ফুল থেকে ও ফুল
মাছের মত সাঁতরে বেড়াই
এ কূল থেকে ও কূল।
সবই আমি করতে পারি
স্বাধীন দেশের পাখি বলে
এই স্বাধীনতা যাঁরা দিয়েছে আমায়
তাদের স্মরি শত প্রণাম ভরে।
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর