মির্জাপুরে গরু ব্যবসায়ীদের গুলি করে ৮০ লাখ টাকা ছিনতাই

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৩:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মির্জাপুরে গোড়াই-সখীপুর রোডের পাঁচগাঁও এলাকায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে ঘটে এক ফিল্মি স্টাইলের ছিনতাই।
শনিবার ইফতারের সময় গরু ব্যবসায়ীদের গুলি করে দুইটি ব্যাগ ভর্তি প্রায় ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা হলেন রাজশাহীর বিন্দারামপুর এলাকার পিয়ারুল ইসলাম, মো. জেবেল হোসেন, লিটন মিয়া ও মনিরুল ইসলাম।
পিয়ারুল ইসলাম জানান, শনিবার ছিল কাইতলা গরুর হাট। রাজশাহী থেকে চার ব্যবসায়ী গরু নিয়ে সেখানে বিক্রির জন্য এসেছিলেন। গরু বিক্রির পর তারা প্রায় ৮০ লাখ টাকা দুটি ব্যাগে ভরে একটি প্রাইভেট কারে রাজশাহী ফিরছিলেন। গোড়াই-সখীপুর রোডের পাঁচগাঁও বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেল ও একটি গাড়িতে ২০-২৫ জন ছিনতাইকারী তাদের গাড়ি ঘেরাও করে গুলি ছোড়ে এবং গাড়ির চাবি নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মারধর করে দুইটি ব্যাগে ভরা প্রায় ৮০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলার শিকার ব্যবসায়ীরা সাহায্যের জন্য চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল, এইচ এম মাহবুর রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া, এবং দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াস উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মোকলেছুর রহমান জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।
১৪৩ বার পড়া হয়েছে