সর্বশেষ

সারাদেশ

দু’দিন ধরে পুড়ছে সুন্দরবন, এখনও নেভেনি আগুন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় দু’দিন ধরে চলমান অগ্নিকাণ্ড এখনও নিয়ন্ত্রণে আসেনি।

বনাঞ্চলের বিভিন্ন জায়গায় আগুন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে গাছপালা পুড়ে যাচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

রোববার (২৩ মার্চ) ভোর থেকে দ্বিতীয় দিনের মতো বনবিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, এর সঙ্গে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে, খাল থেকে ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎস পেতে কিছুটা কষ্ট হচ্ছে।

গতকাল শনিবার সকালে টেপারবিল এলাকায় প্রথম ধোঁয়া দেখা যায় এবং বিকেলে বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল করিম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে কোনো পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। বনের খাল থেকে প্রায় ২-২.৫ কিলোমিটার দূরে গভীর বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার আসলে নৌপথে পানির পাম্প নিয়ে কাজ করা হচ্ছে।

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, আগুন লাগার এলাকা দুর্গম এবং পানির উৎস অনেক দূরে হওয়ায় ফায়ার ফাইটারদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে, বনকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ফায়ার লাইনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

এছাড়া, উল্লেখযোগ্য যে, গত বছর ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুনে প্রায় ৮ একর বনভূমি পুড়ে গিয়েছিল।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন