সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেটা সম্ভব দ্রুত কার্যকরের আশ্বাস প্রধান উপদেষ্টার

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে জানিয়েছেন, কমিশন থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলি অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলোকে অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করবে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা চাইছি অবিলম্বে বাস্তবায়ন সম্ভব এমন সুপারিশগুলো কমিশন দ্রুত আমাদের কাছে উপস্থাপন করুক।"
তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের কাজকে অত্যন্ত মূল্যবান উল্লেখ করে দাবি করেছেন যে, অতিথি ভবনের রিপোর্ট যেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য জনসাধারণের জন্যও পাঠ্যবিষয়ে পরিণত হয়।
ড. ইউনূস উল্লেখ করেছেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলো এখন একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য হওয়ার কারণে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা এবং অন্যান্য আগ্রহী বিদেশিরা বাংলাদেশের চ্যানেলগুলো দেখতে পারছেন না। এই পরিস্থিতির মধ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন কমিশনের সভাপতি কামাল আহমেদ এবং অন্যান্য সদস্যরা। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, এবং অন্যান্য সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধিরা।
১৫৮ বার পড়া হয়েছে