সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতন বিসিএস নবম গ্রেডের মতো দেয়ার সুপারিশ

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতন বিসিএস কর্মকর্তাদের নবম গ্রেডের সমপর্যায়ে করার প্রস্তাব দিয়েছে।
একই সঙ্গে সাংবাদিকতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের সুপারিশ করেছে কমিশন।
শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রতিবেদনের অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
কামাল আহমেদ বলেন, “বস্তুনিষ্ঠ, স্বাধীন ও শক্তিশালী সংবাদমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে বেতন-ভাতা নিশ্চিত করা অপরিহার্য।”
তিনি আরও জানান, সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ডের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। একটি মামলার কারণে এটি এখনো নিষ্পত্তি হয়নি, এবং কবে নাগাদ হবে তা নিশ্চিত নয়। সর্বশেষ ওয়েজ বোর্ড ঘোষণা হয়েছে এক দশক আগে। এ কারণেই বিসিএস ক্যাডারদের নবম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিশন ঢাকার সাংবাদিকদের জন্য ‘ঢাকা-ভাতা’ চালুরও সুপারিশ করেছে, ঢাকার উচ্চ জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে। তবে এই ভাতার পরিমাণ নির্ধারণের দায়িত্ব সরকারের সঙ্গে গণমাধ্যমের নীতিনির্ধারকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
১৫১ বার পড়া হয়েছে