সর্বশেষ

রাজনীতি

শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শিক্ষার্থীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।

'জুলাই মঞ্চ' ব্যানারে সংগঠিত হওয়া এই আন্দোলনে শিক্ষার্থীরা সড়কের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, ফলে যানবাহনের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।

আজ শনিবার বেলা তিনটার দিকে শাহবাগের পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। অবস্থানে থাকা শিক্ষার্থীদের পাশ দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করছে, কিন্তু কিছুটা যানজটও তৈরি হয়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য হল, কোনোরকম ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিৎ নয়। যদিও ছাত্র-জনতার মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত। তারা বলছেন, ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ বা অন্য কোনো নামেই হোক, আওয়ামী লীগকে আর রাজনীতিতে থাকতে দেওয়া যাবে না। প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাস্তায় নেমে আসবে, নিজেদের রক্ত দিতে প্রস্তুত থাকবে, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ জানান, দুপুর দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে আসেন এবং রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন। পুলিশ তাদের আন্দোলনের পাশ দিয়ে যানবাহন চলাচল সচল রাখার চেষ্টা করছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন