সর্বশেষ

সারাদেশ

রুমায় বিশ্ব পানি দিবস উদযাপন: পানি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হিমবাহ সংরক্ষণকে কেন্দ্র করে বান্দরবানের রুমা উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকালে, রুমার কমিউনিটি রিসাইলাইন্স থ্রো লোকালি লিড ইনক্লুসিভ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বম কমিউনিটি সেন্টার থেকে একটি রঙিন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বম কমিউনিটি সেন্টারের হলরুমে এসে শেষ হয়। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাটির সভাপতিত্ব করেন উপজেলা ফিন্ড অফিসার জেমস বম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন বেথেল পাড়ার কারবারি লাল লুংথাং বম, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার বিয়াকয়াল বম, এবং বিকাশ চৌধুরীসহ স্থানীয় নারী-পুরুষেরা।

সভায় বক্তারা উল্লেখ করেন, পানি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু আমরা অনেকেই এই পানির যথাযথ ব্যবহার করতে পারি না, যার ফলস্বরূপ পাহাড়ি অঞ্চলে পানি সংকট দেখা দেয়।

তারা আরও দাবি করেন, পানি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং খাল, নদী ও ঝিরির পানি রক্ষার জন্য সকলের আরও দায়িত্বশীল হতে হবে।

এই আলোচনা সভা ও শোভাযাত্রা পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং পানি সংরক্ষণের উদ্দেশ্যে সকলকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন