ধামরাইয়ে বিএনপি'র নেতা হত্যা, গ্রেফতার ৫

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি'র সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী আব্দুল জলিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার সকালে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ প্রিজনভ্যানে আদালতে পাঠিয়েছে। এর আগে, গতকাল ধামরাইয়ের গাংগুটিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে তার বাড়ি থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে ধামরাইয়ের জালসা এলাকায় হামলার শিকার হতে হয়। হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করে এবং তারপর পালিয়ে যায়। স্থানীয়রা তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা প্রথমে মামলা দায়ের করতে দেরি করেন এবং পরে মামলা না করার সিদ্ধান্ত জানালে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত নয়জনের নাম সংগ্রহ করে। এরপর পুলিশ বাদী হয়ে আব্দুল জলিলসহ নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে এবং প্রধান আসামী আব্দুল জলিলসহ এজাহারভুক্ত পাঁচ আসামীকে বিভিন্ন এলাকা থেকে আটক করে।
পুলিশ জানায়, মামলায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং ব্যবসায়িক বিরোধের কারণে পূর্বপরিকল্পিতভাবে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে।
২৩৭ বার পড়া হয়েছে