সর্বশেষ

সারাদেশ

বিএনপি বর্তমান সরকারের সকল ন্যায়ভিত্তিক কাজে সহায়তা করবে: মাসুদ খন্দকার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জানিয়েছেন, দেশে এখন এক ধরনের স্থিতিশীলতা এসেছে এবং বিএনপি বর্তমান সরকারের ন্যায়-ভিত্তিক কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি আশা করছেন সরকার ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটি খুলা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে, যেখানে বিএনপি অংশ নেবে এবং দেশের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবেন। দেশের নেতা তারেক রহমানকে শক্তিশালী করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সরকারি সিবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন এই মাহফিলের আয়োজন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়।

মাসুদ খন্দকার বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে যারা বিএনপি করেন তারা দেশের মানুষের সেবক হবেন এবং প্রত্যেকের সমস্যা সমাধানে পাশে দাঁড়াবেন। বিএনপি দায়িত্বে আসলে দেশ পরিচালনায় সেবা করবে এবং একটি সুষ্ঠু, ন্যায়বিচার ও মানবাধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে।

তিনি শেখ হাসিনাকে ক্ষমতালোভী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদের হত্যা করেছেন এবং দেশে নির্যাতনের যে চিত্র বিরাজমান, তা অব্যাহত রাখার জন্য দায়ী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি যে অত্যাচার করা হয়েছে তা এজন্য যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত।

মাসুদ আরো বলেন, দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেছেন এবং পরিস্থিতির উন্নতির জন্য কার্যকরী ব্যবস্থার কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, ফরিদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক, সদস্য সচিব ও বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পরে দোয়া পরিচালনা করেন মাওলানা মোা. আসাদুল্লাহ আনসারী।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন