সর্বশেষ

সারাদেশ

মুন্ডার ডেইলে ডাকাতির সময় ৩ জনকে আটক, পুলিশে সোপর্দ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টেকনাফ মেরিন ড্রাইভে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির সময় তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল এলাকায়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার মো. রাকিব আহমেদ (২৭), নতুন পল্লান পাড়া ধূমপারং বিলের ওমর ফারুক (৩০) এবং হাতিয়ার ঘোনার মো. রুবেল।

ডাকাতির শিকার খুরশিদা বেগম জানান, তিনি এবং আরও তিনজন দুপুরে টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে করে তিন যুবক তাদের অনুসরণ করে। মুন্ডার ডেইল এলাকায় পৌঁছালে যুবকরা অটোরিকশা থামিয়ে তাদের ওপর হামলা চালায় এবং টাকার জন্য মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে তাদের মোটরসাইকেলসহ আটক করে এবং পুলিশকে খবর দেয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এবং আটকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন