ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচলরোধে যৌথ অভিযান শুরু

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন বাসের চলাচল বন্ধে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।
গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গাড়ির গ্যারেজ এবং বডি তৈরির কারখানাগুলোতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে বিআরটিএ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে এই অভিযান শুরু করে।
অভিযানের প্রথমটি গাবতলী বেড়িবাঁধ এলাকার মাওয়াহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে শুরু হয়। এতে অংশগ্রহণ করেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, ঈদুল ফিতরের সময় ঢাকা থেকে প্রচুর মানুষ নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে এবং ঈদ শেষে আবার ঢাকায় ফিরে আসবে। এই ঈদ উপলক্ষে সড়কে সঠিকভাবে চলাচলের জন্য ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর গাড়িগুলো যাতে রাস্তায় না নামতে পারে, সে জন্য গ্যারেজ ও ওয়ার্কশপগুলোতে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
তিনি আরও জানান, ফিটনেসবিহীন গাড়ির চলাচল প্রয়োজনে যানজট সৃষ্টি করে এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে। তাই এসব গাড়ি যাতে রাস্তায় না আসে, সে জন্য তাদের সতর্ক করা হচ্ছে।
ফিটনেসবিহীন গাড়িগুলো শনাক্ত করতে কি ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে, যার মধ্যে জেল ও জরিমানাও অন্তর্ভুক্ত।
তিনি জানিয়েছেন, অভিযানে অংশগ্রহণকারী টিম গ্যারেজে গিয়ে কিছু গাড়ির নম্বর প্লেট নিয়ে তাদের ফিটনেস যাচাইয়ের জন্য অনলাইনে পরীক্ষা করে এবং দেখা গেছে কিছু গাড়ির ফিটনেস ঠিক আছে। তবে ঈদের আগে যেগুলো ফিটনেসবিহীন, সেগুলো রাস্তায় না নামানোর ব্যবস্থা করা হবে।
১৪৬ বার পড়া হয়েছে