সর্বশেষ

রাজনীতি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে এনসিপি'র বিক্ষোভ মিছিল ডাক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বিক্ষোভ মিছিল আয়োজন করবে, যা জুলাই-আগস্টের গণহত্যায় আওয়ামী লীগের দায়, তাদের বিচার, নিবন্ধন বাতিল, এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ মিছিলটি শনিবার বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে শুরু হবে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের দায়ী করা হয়েছে। দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিকে, এনসিপি ঢাকা মহানগরের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ১৫ তলায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিচার দাবির পাশাপাশি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধিতা করে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন