সর্বশেষ

সারাদেশ

অসহায় বৃদ্ধাকে ঘর নির্মাণ করে দিয়েছেন র‌্যাব কমান্ডার আনিচ উদ্দিন

গাইাবন্ধা প্রতিনিধি
গাইাবন্ধা প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের ৬০ বছরের বৃদ্ধা মলিমা বেওয়ার জীবনের কষ্টের কাহিনী শোনার মতো।

তার স্বামী মারা যাওয়ার পর, ভূমিহীন ও নিঃসন্তান মলিমার একমাত্র সম্বল ছিল ভিক্ষাবৃত্তি। প্রতিদিন বিভিন্ন বাজার ও মার্কেটে ভিক্ষা করে যা পেতেন, তা দিয়েই চলে যেত তার জীবন। তবে, দুঃখজনকভাবে, অসুস্থতা বা খারাপ আবহাওয়ার কারণে কোন দিন যদি বের হতে না পারতেন, তখন অনাহারে কাটাতে হতো তার দিনগুলি। মলিমা বেওয়া অন্যের জায়গায় কিছু পুরানো টিন ও বাশের খুঁটি দিয়ে এক ছোট ঘর তৈরি করেছিলেন, যা ছিল তার আশ্রয়। ঝড়-বৃষ্টি আসলে তিনি বাধ্য হয়ে অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিতেন।

এই দুঃখময় পরিস্থিতি জানার পর, গাইবান্ধা র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিচ উদ্দিন, পিপিএম সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার নেতৃত্বে এবং রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক মহাদয়ের দিকনির্দেশনায় মলিমা বেওয়ার জন্য নতুন একটি ঘর নির্মাণ করা হয়। এই নতুন ঘরে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা, বাথরুম-টয়লেট, রান্নাঘরসহ প্রয়োজনীয় সুবিধা।

এ বিষয়ে কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিচ উদ্দিন, পিপিএম বলেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বৃদ্ধা মলিমা বেওয়ার জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। এছাড়া, তিনি রাত্রে অসহায় মানুষদের মাঝে পোশাক ও খাবার বিতরণ করেন এবং রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার ও সেহরি ব্যবস্থা করেন। তার মানবিক সহায়তায় সাধারণ মানুষের মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, র‌্যাব-১৩’র কোম্পানি কমান্ডার আনিচ উদ্দিন বলেন, তিনি সব সময় গরীব ও অসহায়দের আর্থিক সহায়তা দিয়ে থাকেন, তবে এর জন্য সমাজের বৃত্তবানদের সাহায্য প্রয়োজন। এছাড়া, তার নেতৃত্বে মাদক, অপহরণ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে করে শতাধিক আসামি গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হল, গাইবান্ধা-ফুলবাড়ি সড়কে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া ঘাতক বাসচালক কনক মিয়াকে মাত্র দেড় ঘণ্টার মধ্যে গ্রেফতার করা।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন