সর্বশেষ

বিনোদন

ঈদে হানিফ সংকেত নতুন এক জুটি সিয়াম-হিমি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত বছর প্রথমবার গান গেয়ে সুপারহিট হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণ, এবং তার সঙ্গে গেয়েছিলেন আরেক নায়ক তাহসান।

এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। আসন্ন ঈদে হানিফ সংকেত নতুন এক জুটি নিয়ে আসছেন। এই জুটির মধ্যে একজন বড়পর্দার অভিনেতা সিয়াম আহমেদ, অন্যজন ছোটপর্দার তারকা হিমি। তারা দু’জনেই তাদের নিজ নিজ খাতে অত্যন্ত জনপ্রিয়। তবে এবার তাদের পরিচয় হবে নতুন ভূমিকায়, গানের মাধ্যমে। নাটক বা সিনেমায় একসঙ্গে দেখা না গেলেও, সম্প্রতি তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। এর মাধ্যমে তাদের কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হচ্ছে।

গানটির কথাগুলি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ‘ইত্যাদি’ সূত্রে জানা গেছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও, এই দুই তারকা খুবই ভালোভাবে গানটি গেয়েছেন। সিয়াম গান গাওয়ার বিষয়ে বলেন, ‘আমি কখনোই গান গাইনি। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন, তাহলে গানের পথে পা রাখতাম না। আমি গান জানি না, ভালো গাইও না। তবে তারা আমাকে বলেছিলেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গান গেয়েছি।’ অন্যদিকে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘অভিনয়ের বাইরে এবার প্রথমবার গান গাইলাম। কেমন গেয়েছি, তা দর্শকরাই ভালো বলতে পারবেন। আমি একটু স্নায়ুচাপে ছিলাম।’

এবারও ঈদের বিশেষ আর্কষণ হিসেবে ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, কেয়া কসমেটিক্সের সৌজন্যে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন