সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি : ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল শুরু করে, যা ভিসি চত্বর ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং একটি সংক্ষিপ্ত সমাবেশও করে।

তারা 'প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে', 'বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই', 'অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর', 'সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'—এমন নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। শুক্রবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে আরো একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা অংশ নেবেন।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে তিনি বলেন, আওয়ামি লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে, তিনি দলের যেসব নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচারের আওতায় আনার কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, “আমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখি, তবে তাঁর আশপাশে কিছু মানুষ বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, এবং আমরা ছাত্র-জনতা একত্রিত হয়ে দাবি জানাই যে, এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। শহীদদের রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না।”

অন্যদিকে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “অনেক রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, কিন্তু জনগণ ৫ আগস্টেই এই দলটির নিষিদ্ধকরণের সিদ্ধান্ত দিয়েছে। আমরা সবার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা দেব না।”

তিনি আরো বলেন, "শুক্রবার রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও এই আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান।"

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন