সর্বশেষ

সারাদেশ

কোটা বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশের পর শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন স্মারকলিপিটি গ্রহণ করেন।

এর আগে ১৯ মার্চ (বুধবার) শহরের মুক্তির মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। তারা দাবি করেন যে, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নন, বরং তারা সাধারণত অষ্টম শ্রেণি বা এসএসসি পাশ। তাদের মতে, ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে পদোন্নতি দেয়া কারিগরি শিক্ষার মান ক্ষুণ্ন করার একটি প্রচেষ্টা।

শিক্ষার্থীরা আরও বলেন, "যদি এইচএসসি পাশ করে কেউ শিক্ষক হতে পারেন, তাহলে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের এত কষ্ট করে পড়াশোনা করার প্রয়োজন নেই। আমাদের পরিবার প্রতি সেমিস্টারে বিপুল পরিমাণ টাকা খরচ করছে, কিন্তু যদি অন্যরা অল্প যোগ্যতা নিয়ে বড় পদ পেয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি?" তারা জানান, দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে ঢাকায় লংমার্চ করবেন।


এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন জানান, শিক্ষার্থীদের দাবিগুলি তিনি শুনেছেন এবং যৌক্তিক মনে হয়েছে। তিনি বলেন, দাবিগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।শাসক সাদিয়া আফরিন বলেন, তাদের দাবিগুলো শুনেছে। দাবিগুলোকে যৌক্তিক মনে হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন