সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে অন্তর্বর্তী সরকারের অধীনে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট গ্রহণের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং কোনো দাবির প্রেক্ষিতে নির্বাচন পেছানো হবে না।

তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করেছে এবং সেই তারিখ পরিবর্তন করা হবে না। তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে কিছু সীমিত সংস্কারের দাবি জানায়, তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। আর যদি বৃহত্তর সংস্কারের প্রয়োজন হয়, তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এছাড়া, নির্বাচন তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে বলেন, আসন্ন নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

অধ্যাপক ইউনূস আওয়ামী লীগের বিষয়ে বলেন, "অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে, যেসব দলের নেতাদের বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচার বাংলাদেশের আদালতে হবে।"

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন