সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে, এবং পুলিশ ঘটনার সাথে জড়িতদের ধরতে তৎপর রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে ধামরাইয়ের জালসা এলাকায়। নিহত আবুল কাশেম (৫৭) গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার রইজ উদ্দিন মাস্টারের ছেলে ছিলেন এবং গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কাশেম নিজ বাড়ি থেকে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হলে কিছু দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে একটি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, আবুল কাশেম মৃত্যুর আগে জলিল, বাছেদসহ কয়েকজনের নাম উল্লেখ করে বলেছিলেন, তারা তাকে কুপিয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন