নওগাঁয় দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁ শহরের বাটার মোড় এলাকার দুটি প্রতিষ্ঠান, আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টস, ঈদের বাজারে দেশীয় পোশাককে ভারতীয় বলে বিক্রি করছিল।
এর ফলে তারা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছিল, তবে ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হচ্ছিল। পোশাকগুলোর উপর ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযানে নেমে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়, যেখানে উপস্থিত ছিল সেনাবাহিনীর একটি দলও।
অভিযানকালে এটি প্রকাশ পায় যে, উক্ত প্রতিষ্ঠানগুলো ভারতীয় পোশাক দাবি করে বিক্রি করছিল, কিন্তু তারা ওই পোশাকগুলি কোথা থেকে সংগ্রহ করেছে তার কোনও ক্রয় ভাউচার দেখাতে পারেনি। প্রতিষ্ঠানগুলো কারচুপি করার কথা স্বীকার করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানান, মিথ্যা বিজ্ঞাপন প্রচার এবং পণ্যের মোড়ক ব্যবহারে অনিয়মের জন্য প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৩৬ বার পড়া হয়েছে