নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়ায় ট্রাক উল্টে ডাকাতের মৃত্যু

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৭:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতির চেষ্টা চালানোর পর পুলিশের ধাওয়ার মুখে এক ডাকাত ট্রাক উল্টে নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই ডাকাত গুরুতর আহত হয়েছে।
২০ মার্চ, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ডাকাতের নাম মিজানুর রহমান (৪৮)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আহত ডাকাতরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তারা বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, ডাকাতরা মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করলে বাড়ির লোকজন চিৎকার করতে থাকে। এতে স্থানীয়রা দ্রুত বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করলে তারা একটি ট্রাক নিয়ে পালাতে শুরু করে। খবর পেয়ে মহাদেবপুর ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ দল বিভিন্ন স্থানে বেরিকেট দিয়ে ডাকাতদের অনুসরণ শুরু করে। তারা বেরিকেট ভেঙে পালানোর চেষ্টা করলে, নওগাঁ শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাকটি উল্টে যায়। এতে তিন ডাকাত গুরুতর আহত হয়। আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মিজানুর রহমান মারা যায়। ঘটনাস্থল থেকে একটি গরু এবং দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মাসুদ রানা এবং রুবেল হোসেনকে আটক করা হয়েছে এবং তারা হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি দিনাজপুর, বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুরে। তারা উত্তরাঞ্চলের বিভিন্ন থানায় ডাকাতি সংক্রান্ত মামলার আসামি বলে জানা গেছে।
১১৮ বার পড়া হয়েছে