কাঠামোর সংস্কার দরকার, না হলে দুঃশাসন ফিরে আসবে: আলী রীয়াজ

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, দেশের বিদ্যমান কাঠামোর সংস্কার জরুরি।
তবে এই সংস্কার প্রক্রিয়া হতে হবে সকলকে অন্তর্ভুক্ত করে এবং রাজনৈতিক এবং সুশাসনের সমস্ত দিক মাথায় রেখে। তিনি সতর্কতা অবলম্বন করে বলেন, সংস্কার ব্যতীত স্বৈরতন্ত্রকে মোকাবিলা করা সম্ভব হবে না, এবং পুনরায় দুঃশাসনের উত্থান দেখা দিতে পারে।
তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা' শীর্ষক একটি গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সুজন সভাপতি বদিউল আলম মজুমদার।
আলী রীয়াজ আরও বলেন, বিগত ১৬ বছরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দুর্বল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে ওই দুর্বল প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারছে না। হয়েছে বিচার বিভাগেরও ধ্বংস, যা ইচ্ছাকৃতভাবে সংগঠিত হয়েছে।
তিনি প্রশ্ন রাখেন, কেন সংস্কার প্রয়োজন এবং কারা এই সংস্কারের প্রস্তাব করছেন। তাঁর মতে, সংস্কারের এই আহ্বান এসেছে জনগণের ক্ষোভ ও প্রতিবাদের প্রেক্ষাপটে। তিনি খোলাসা করেন যে, কাঠামোগত সংস্কার ছাড়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না। এই প্রক্রিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
আলী রীয়াজ মন্তব্য করেন, নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতার নিবেদন তাও গণতান্ত্রিক নয়। তাই বিচারহীনতা থেকে মুক্তির জন্য সংস্কার অপরিহার্য। তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখবেন, এবং সকলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা থাকবে।
১২০ বার পড়া হয়েছে