গাজীপুরে তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুর নগরের কোনাবাড়ী জরুন এলাকায় আলিফ গ্রুপের অন্তর্গত তিনটি কারখানা মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে এই বিষয়ে একটি নোটিশ দেখতে পায় এবং পরে মূল ফটকের সামনেই বিক্ষোভ শুরু করে।
যে তিনটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলি হলো—স্বাধীন গার্মেন্টস লিমিটেড, স্বাধীন ডাইং লিমিটেড এবং স্বাধীন প্রিন্টিং লিমিটেড।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা ঈদ বোনাস, ছুটির টাকা এবং চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত না নেওয়ায় গত বুধবার সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করে। এর পর আজ সকালে মালিকপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।
নোটিশে উল্লেখ করা হয়, ‘স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের জানানো হচ্ছে যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর ১৩/১ ধারা অনুযায়ী আগামী ২০ মার্চ বৃহস্পতিবার থেকে কারখানার সকল কার্যক্রম (No Work No Pay)–এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে।’
নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত কারখানার শ্রমিকেরা বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখার কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। তাই উৎপাদন কার্যক্রম পরিচালনা বাস্তবিকভাবে সম্ভব নয় এবং এই অবস্থায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।’
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা নিয়ে দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না দেওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।
১৪৩ বার পড়া হয়েছে