সর্বশেষ

প্রবাস

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় প্রবেশের সময় ১৫ বাংলাদেশি ক্রিকেটার সেজে আটক হয়েছেন।

তারা ক্রিকেট পোশাক পরিধান করে এবং ক্রিকেট প্রতিযোগিতার কাগজপত্রও দেখিয়ে মালয়েশিয়ায় আসেন। তবে বিমানবন্দরে তাদের সন্দেহজনক আচরণ এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেছেন, সেটি ভুয়া।

এ ঘটনায় সোমবার উড়োজাহাজ থেকে নামার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়, এবং তখনই প্রতিযোগিতার কাগজপত্রের ভুয়া হওয়া ধরা পড়ে। তদন্তের মাধ্যমে জানা যায়, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে দেওয়া কাগজটি জাল, এবং ২১ থেকে ২৩ মার্চের মধ্যে কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বিষয়টি তদন্ত করে। জানা গেছে, তাদের একটি সন্দেহজনক 'গ্যারান্টর' উপস্থিত ছিলেন, যিনি দাবী করেন, কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন, কিন্তু ক্রিকেট প্রতিযোগিতা সম্পর্কে কোনো ধারণা তার ছিল না। এরপর তদন্তে তাদের ক্রিকেটার হওয়ার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, এবং ধারণা করা হচ্ছে তারা একটি সিন্ডিকেটের অংশ যারা নিজেদের ক্রিকেটার হিসেবে পরিচিতি দিয়ে অবৈধ উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

একেপিএস সতর্ক করে বলেছে, ক্রীড়া ভিসা বা অন্য কোনো ভ্রমণ ভিসার অপব্যবহার করে অবৈধ কার্যক্রম বা মানবপাচারের উদ্দেশ্যে কেউ প্রবেশ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন