সর্বশেষ

সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদল পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে।

গত ১৮ মার্চ, বুধবার বিকেলে বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মিন্টু চাকমা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনন্না হাসান, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম নয়নসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এই ইফতার বিতরণ কর্মসূচি গরীব, অসহায় এবং ছিন্নমূল মানুষদের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যে আয়োজন করা হয়। এটি একটি মানবিক উদ্যোগ, যা সমাজে সহযোগিতা এবং মানবিকতার অনুভূতি সৃষ্টি করে।

এছাড়া, ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, "রমজান মাসে আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা।"

ছাত্রদলের এই সুন্দর উদ্যোগের মাধ্যমে বান্দরবান শহরে এক উত্সবমুখর পরিবেশ তৈরি হয়, যা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের আলোকিত চিহ্ন রেখে যায়।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন