সর্বশেষ

জাতীয়

৩০ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে।

যারা আগামী ৩০ মার্চ ঈদে ঘরমুখো হবেন, তারা আজ (২০ মার্চ) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

এতে আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিক্রির তথ্য প্রকাশিত হয়েছিল।

সপ্তাহব্যাপী অগ্রিম টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থায় এবারও যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে, বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকবে না।

গত ১৪ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি ২৪ মার্চের টিকিট বিক্রি দিয়ে শুরু হয়। ১৫ মার্চে বিক্রি হয় ২৫ মার্চের, ১৬ মার্চে ২৬ মার্চের, ১৮ মার্চে ২৮ মার্চের, ১৯ মার্চে ২৯ মার্চের, এবং আজ (২০ মার্চ) বিক্রি হচ্ছে ৩০ মার্চের টিকিট।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি হতে পারে। যাত্রীদের সুবিধার্থে, নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রাথমিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এছাড়া, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি টিকিট কিনতে পারবেন। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচলকারী মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন