সর্বশেষ

সারাদেশ

ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে ভেসে উঠলো 'আওয়ামী লীগ আবার ফিরবে'

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে হঠাৎ করে "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে" এই ধরনের বার্তা প্রদর্শিত হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (১৭ মার্চ) রাত ৮টা ৪৬ মিনিটে এই ঘটনা ঘটেছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এ বিষয়ে নিশ্চিত করেছেন যে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং কীভাবে ও কারা এই বার্তা প্রচার করেছে, তা ব্যাখ্যা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীর মতে, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে খুলনা রোডের বিলবোর্ডটিতে এই বার্তা আচমকা উঠে আসে। বিষয়টি দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সেখানে জড়ো হন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ডিজিটাল বিলবোর্ড হ্যাকিং বলে মনে করছেন, আবার কেউ কেউ এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার হিসেবেও ব্যাখ্যা করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন এ ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানান এবং প্রতিবাদের অংশ হিসেবে তাদের অবস্থান তুলে ধরেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, পুলিশ ঘটনার নিশ্চয়তা যাচাই করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন