জীবিত আছিয়াদের নিরাপত্তা দেবে কে?

বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
"জীবিত আছিয়াদের নিরাপত্তা দেবে কে?" এই স্লোগানের প্রেক্ষিতে সারা দেশে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে নওগাঁয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ছোঁয়ার নেতৃত্বে একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মাগুরাসহ বেশ কিছু জেলায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যা অগণিত শিশু ও নারীর জীবনকে বিপন্ন করে তুলেছে। এরই প্রতিক্রিয়ায়, নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে ফাতেমা ছোঁয়া ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন।
গত সোমবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই কর্মসূচিতে ফাতেমা মুখে কালো কাপড় বেঁধে, হাতে প্রতিবাদী পোস্টার ও মোমবাতি নিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। তাঁর সাহসী পদক্ষেপে স্থানীয়রা প্রতিবাদ জানাতে সামিল হন।
ফাতেমা ছোঁয়ার বাবা, জনপ্রিয় ব্যান্ড 'যাযাবর'-এর সঙ্গীতশিল্পী ক্যাপ্টেন বলেন, "আমরা থমকে গেছি। আমাদের সন্তানরা নিরাপদ নয়, এবং এই চিন্তা আমাদের মনে এক দুর্ভাগ্যজনক ভয়ের জন্ম দেয়।" তিনি আরও বলেন, "এই কয়েক দিনেই আমরা দেশের বিভিন্ন স্থানে অগণিত শিশু ও নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা শুনেছি। আমরা কতটা দুর্ঘটনা দেখতে পারবো? আমাদের সন্তানেরা কবে মুক্তি পাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে?"
তিনি জানান, "স্বাধীন বাংলায় কোনো ধর্ষকের স্থান থাকতে পারে না। আমরা আছিয়া ও তাঁর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং জীবিত আরও কোনো আছিয়াকে হারাতে চাই না। দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর হোক, এটাই আমাদের দাবি।"
১০৪ বার পড়া হয়েছে