৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে পিটিয়ে পুলিশে দিল এলাকাবাসী

বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহরে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণচেষ্টা করার অভিযোগে ৭০ বছর বয়সী শমসের আলী নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। শমসের আলী মৃত দারোগ আলীর ছেলে। শিশুটির মা রাতে থানায় গিয়ে বাদী হয়ে মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর শমসের আলী শিশুটিকে খেলার প্রলোভন দেখিয়ে তার নিজের বাড়িতে নেয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে তার ছেলে হাশেম আলীর ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে শিশুটি চিৎকার দিলে শমসের আলী লোকজনের ভয়ে পালিয়ে যায়।
শিশুটি বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানালে এলাকাবাসীরা জড়ো হয়ে শমসের আলীকে ধরে মারধর করে এবং পরে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, মামলার ভিত্তিতে অভিযুক্ত শমসের আলীকে গ্রেফতার করে বুধবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৪০ বার পড়া হয়েছে