সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরাল নিশ্চিহ্ন করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট অংশ তৃতীয় বার ভেঙে ফেলা হয়েছে।

বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বুলডোজার ব্যবহার করে ম্যুরালের শেষ চিহ্নটুকু নিশ্চিহ্ন করে।

এই অভিযানে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মূল সংগঠক আল শাহরিয়ার এবং যুগ্ম আহবায়ক ওমর তাসনিম রাহাত। এ সময়, আন্দোলনের নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান, যেমন "আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও" দিয়ে খুলনা রোড মোড় মুখরিত করে তোলে।

আরাফাত হোসাইন জানান, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু আমরা সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলতে চাই। যতদিন ছাত্র জনতার সৈনিকরা আছেন, ততদিন বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসতে পারবেনা।"

উল্লেখ্য, ২০২১ সালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। পরে ওই মোড়ের নামকরণ করা হয় বঙ্গবন্ধু স্কয়ার মোড়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোড়টির নাম পরিবর্তন করে শহীদ আসিফ চত্বর করা হয়। সেইদিনই প্রথমবারের মতো ম্যুরালটি ভেঙে ফেলা হয়। পরে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারিও ম্যুরালটি ভাঙা হয়েছিল। অবশেষে, বুধবার ভোরে বুলডোজার দিয়ে পুরো ম্যুরালটি নিশ্চিহ্ন করা হলো।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন