সাতক্ষীরায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্র মোঃ রাসেল (১৫) পানিতে ডুবে মারা গেছে। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার কাশেমপুরে অবস্থিত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রাসেল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে। তার মামা মাওলানা মাহমুদুল হাসান জানিয়েছেন, ফারুক হোসেন তার পরিবার নিয়ে সদর উপজেলার কাশেমপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। রাসেল মাদ্রাসার হেফজখানায় কুরআন শিক্ষা গ্রহণ করছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেল এবং আরও ৪-৫ জন ছাত্র মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় পানিতে ডুবার কারণে রাসেল হঠাৎ পুকুরের সিঁড়ির নিচ চলে যায়। অন্যান্য শিক্ষার্থীরা তাকে না পেয়ে দ্রুত গিয়ে শিক্ষকদের খবর দেয়। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষকরা এসে দুপুর ১০টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুক হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাসেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে