সর্বশেষ

জাতীয়

এবারের ঈদ উপলক্ষে কার্যত ১১ দিন ধরে ছুটি হতে পারে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে এবারের ছুটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ হচ্ছে।

ঈদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যা ২৯ মার্চ থেকে শুরু হবে। তবে এই ছুটির মধ্যে রয়েছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটির দিন, ফলে প্রায় ১১ দিন ধরে কার্যত ছুটি চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে, এবং সেই অনুযায়ী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের মধ্যে সাধারণ ছুটি থাকবে ঈদের দিন, আর ঈদের আগের দুই দিন ও পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে গণ্য হবে।

ঈদের ছুটির আগে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং একই দিনে শবে কদরের ছুটি রয়েছে। এর পূর্বে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটিও থাকবে। পরবর্তী দিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে।

ছুটি শেষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খুলবে এবং এরপর ৪ ও ৫ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটির দিন থাকবে। এর মানে হলো ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস খোলা থাকবে মাত্র দুই দিন—২৭ মার্চ ও ৩ এপ্রিল।

এছাড়া ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না, তবে অর্জিত ছুটির সুযোগ রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন