সর্বশেষ

জাতীয়

ঈদের আগে শেষ সময়ের ভোগান্তি এড়াতে অনেকেই ঢাকা ছাড়ছেন 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে মানুষের বাড়ি ফেরা একটি স্বাভাবিক দৃশ্য। ঢাকা থেকে রেলপথে বাড়ি ফিরতে গেলে যাত্রীদের জন্য টিকিট সংগ্রহ করা প্রায় মহাযুদ্ধের সমতুল্য হয়ে পড়ে।

হাজার হাজার টিকিটের জন্য লাইন ধরেন লাখের বেশি যাত্রী, কিন্তু অনেকেরই টিকিট জুটে না। তবুও যাত্রার আরাম ও সুবিধাবাদের কারণে অনেকেই রেলপথকেই পছন্দ করছেন। আগামী ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা, কিন্তু তার আগেই অনেক মানুষ ঢাকা ছাড়ছেন।


মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে কমলাপুর রেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্টেশনের কর্মকর্তা জানান, ঈদযাত্রা শুরু না হলেও অনেকে আগেভাগে বাড়ি ফিরতে চাচ্ছেন। যাত্রীদের বক্তব্য থেকে জানা যায়, তারা ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিচ্ছেন। কারণ ঈদের সময় যাত্রীদের বাড়তি চাপের কারণে প্রচুর ভোগান্তি পোহাতে হয়।

সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রী তমালিকা খাতুন মন্তব্য করেন, "আমি আমার দুই সন্তান নিয়ে আগেই বের হচ্ছি। ঈদের সময় যেতে গেলে অসহ্য ভোগান্তি হবে, তাই আমি আগে যাচ্ছি এবং আমার স্বামী পরে আসবে।"

অন্যদিকে মধুমতি এক্সপ্রেসের যাত্রী আলামিন জানান, "আমি পরিবার নিয়ে রাজশাহী যাচ্ছি। আমার ছোট ছেলে রয়েছে, তার মা একা নিয়ে যেতে পারবে না। তাই আমি সঙ্গের দায়িত্ব নিচ্ছি। তাদের রেখে পরশুদিন ঢাকা ফিরব।"

যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় স্টেশন এলাকায় টিকিট চেকিং ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। যাত্রীদের টিকিট প্রবেশ ও প্রস্থানকালে চেক করা হচ্ছে এবং বিনা টিকিটের জন্য জরিমানা আরোপ করা হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেছেন, "স্টেশনে যাত্রীদের সংখ্যা বাড়ছে এবং বিনা টিকিট যাত্রীদের ভ্রমণ প্রতিরোধে চেকিং চালানো হচ্ছে। ঈদ উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।"

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন