সর্বশেষ

সারাদেশ

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে জেলা এনএসআই-এর তত্ত্বাবধানে।

সোমবার (১৭ মার্চ) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মামুন হোসেন (৩৬) এবং হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহিদুল ইসলাম কালু (৩৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ জানান, তাদের ১৫ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকার আর্থিক জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৩ দিন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালে দালালদের কার্যকলাপ বেড়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণায়ও জড়িত ছিল তারা।

এমন অভিযোগের ভিত্তিতে জেলা এনএসআই-এর ৮ সদস্যের একটি টিম সরজমিনে তথ্য সংগ্রহ শুরু করে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সহকারী পরিচালকদের নেতৃত্বে টিমটি গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানায়।

পরবর্তীতে এনএসআই পাবনার উপ-পরিচালকের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করা হলে, পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযানে নামে। এর ফলস্বরূপ, দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন