সর্বশেষ

জাতীয়

হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়তি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ফলস্বরূপ বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

সোমবার অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে যায় এবং আজ মঙ্গলবার সকালে আরও শূন্য দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পায়।

২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তারা দাবি করেছে, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এ হামলা করা হচ্ছে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল সামরিক অভিযানে যুক্ত হতে হচ্ছে, তবে মার্কিন প্রশাসনের প্রচেষ্টা এখনও তেমন ফলপ্রসূ হয়নি। এ কারণেই ট্রাম্প প্রশাসন নতুন করে হামলা শুরু করেছে।

এই হামলার কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে গতকাল ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ দশমিক ৩ ডলারে। আমেরিকান ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৭ দশমিক ৯০ ডলারে পৌছেছে। আজও উভয় ধরনের তেলের দাম বেড়ে শূন্য দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্রেন্ট ক্রুডের দাম হয়েছে ৭১ দশমিক ৩২ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৬৭ দশমিক ৮৩ ডলার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়াচ্ছে না। গত জানুয়ারিতে দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়ালেও বর্তমানে তা আবার ৭০ ডলার অঞ্চলে রয়েছে। মূলত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে চীনের অর্থনীতির মন্দার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দীর্ঘস্থায়ী মূল্য হ্রাসের পর ২০২১ সাল থেকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলস্বরূপ অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ১৩৯ ডলারে পৌঁছেছিল। সে বছর গড়ে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু এরপর থেকে দাম কমতে শুরু করে। ২০২৩ সালে তেলের দাম সর্বোচ্চ ৯৮ ডলারে পৌঁছেছিল, আর গড় দাম ছিল ৮৩ ডলার। ওপেক সংগঠন দাম বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে তাতে খুব বেশি প্রভাব পড়েনি।

২০২৪ সালেও বিশ্ববাজারে জ্বালানি তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার অঞ্চলে থাকার আভাস রয়েছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী, আগামী ২০২৫ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকবে। দৈনিক চাহিদার তুলনায় ৬ লাখ ব্যারেল তেল বেশি সরবরাহ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদন বৃদ্ধির সাথে চীনের চাহিদার হ্রাস কার্যত সরবরাহ বাড়াবে, ফলে চলতি বছরে তেলের দাম আবারও বৃদ্ধি পাবে না বলেই অনুমান করা হচ্ছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন