সর্বশেষ

শিক্ষা

ছাত্র আন্দোলনে মদদের অভিযোগে জাবির ৯ শিক্ষক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ ও পুলিশের হামলার পেছনে সহায়তার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাতে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন। সভাটি শুরু হয়েছিল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে।

যে ৯ শিক্ষক সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন, তারা হলেন— সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ইস্রাফিল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাবেক প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দীন সিকদার।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আন্দোলন চলাকালে ছাত্রলীগ এবং পুলিশি হামলার সঙ্গে এসব শিক্ষকের সংশ্লিষ্টতার প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে, যার ফলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও কিছু শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাদের বিষয়ে আরও তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া, হামলায় অভিযুক্তদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে গেছেন, তাদের পেনশন সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন