ট্রাম্পের সঙ্গে পরামর্শের পর গাজায় ইসরায়েলের হামলায় ২শ' জনের মৃত্যু

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আক্রমণে বর্তমানে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
এ ঘটনায় আরও বহু লোক আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য প্রকাশ করা হয়।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাজায় আক্রমণ চালানোর আগে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, গাজায় হামলায় হামাসের বেশ কিছু শীর্ষ নেতা নিহত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই আক্রমণ হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা কেন্দ্রীয় গাজার তিনটি বাড়িতে হয়েছে। এছাড়াও রাফাহ এবং খান ইউনিসে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এই আক্রমণের নির্দেশ দেন।
নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি হামাসকে দায়ী করেছেন, যারা জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে, ২০ জানুয়ারি শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার একদিন আগে ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালিয়েছে।
১১৯ বার পড়া হয়েছে