সর্বশেষ

জাতীয়

জাতীয় মানবাধিকার সংস্থা লাইট হাউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার ইউনিক চাইনিজ রেস্টুরেন্টে একটি সাদামাটাভাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যা আয়োজন করে জাতীয় মানবাধিকার সংস্থা লাইট হাউজ।

১৭ মার্চ ২০২৫ তারিখে কাঠেরপুল এলাকার এই অভিজাত রেস্টুরেন্টে মানবাধিকার কর্মী, সমাজ সেবক, গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

মাহফিলের আলোচনাপর্বে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে কথা বলেন বক্তারা। তারা উল্লেখ করেন, "মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য আমাদের সমন্বয়ে কাজ করতে হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগণের অধিকার রক্ষা করার জন্য আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।"

লাইট হাউজের আহবায়ক ও ইফতার মাহফিলের সভাপতিত্বকারী ফেরদৌস আহমেদ ভূঁইয়া জানান, "আমাদের সংগঠন বরাবরই মানবাধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সমাজের দুর্বল ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য।"

সংগঠনের সদস্য সচিব এ বি এম সাইফুল্লার সঞ্চালনায় আলোচনা শেষে অতিথিরা একসঙ্গে ইফতার করেন। পুরো অনুষ্ঠান ছিল উষ্ণতা ও সৌহার্দ্যের আবহে সাজানো। মানবাধিকারকর্মীরা একত্র হয়ে সমাজে ন্যায়বিচার এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

লাইট হাউজের মিডিয়া প্রধান ও দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারী মন্তব্য করেন, "সুবিদাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মৌলিক মানবাধিকারের প্রতিষ্ঠা করাই আমাদের সংগঠনের প্রধান কাজ। আমরা জাতীয় পর্যায়ে মৌলিক মানবাধিকার নিয়ে সচেতনতা বাড়াচ্ছি।"

এভাবে লাইট হাউজের এই উদ্যোগ প্রশংসা অর্জন করেছে উপস্থিত অতিথিদের মাঝে এবং তাঁরা ভবিষ্যতেও একই রকম কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন