সর্বশেষ

সারাদেশ

দুই জেলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে কর্মরত (পূর্ব জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির নির্দেশে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ অক্টোবর গুলশান থানায় দায়ের হওয়া মামলায় ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

এ কারণে গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) জারির ৩৯ (২) ধারার অধীনে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, আরেকটি প্রজ্ঞাপে বলা হয়, গত ৮ জানুয়ারি গোপালগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া মামলায় সাবেক সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে ৯ ফেব্রুয়ারি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর ফলস্বরূপ, আব্দুল মান্নানকেও সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার আওতায় গত ৯ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই দুই পুলিশ কর্মকর্তাকে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা দেওয়ার অধিকারী করা হবে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন