আজ ২৭ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে ১৪ মার্চ থেকে অনলাইনে।
যারা ২৭ মার্চ ঈদযাত্রা করতে চান, তারা আজ (১৭ মার্চ) থেকে অগ্রিম টিকিট কিনতে পারবেন। সোমবার সকাল ৮টা থেকে ২৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।
এছাড়া, গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির বিস্তারিত জানানো হয়েছিল। এবারও গত বছরের মতো আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে, তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ডের সুযোগ নেই।
প্রথম দিন ১৪ মার্চ সকাল থেকে ২৪ মার্চের টিকিট বিক্রি হয়, পরের দিন বিক্রি হয় ২৫ মার্চের টিকিট, এবং ১৬ মার্চ বিক্রি হয়েছে ২৬ মার্চের টিকিট। এর পরে ১৮ মার্চ ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ ২৯ মার্চের টিকিট, এবং ২০ মার্চ ৩০ মার্চের টিকিট বিক্রি হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। যাত্রীদের সুবিধার্থে, নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর পূর্বে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
এছাড়া, একজন যাত্রী ঈদযাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন, এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি হবে।
১১৭ বার পড়া হয়েছে