সর্বশেষ

খেলা

আজ বাংলাদেশে আসছেন ফুটবলার হামজা চৌধুরী

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী, যিনি ইংলিশ লিগে খেলে খ্যাতি অর্জন করেছেন, ১১ বছর আগে বাংলাদেশে এসেছিলেন।

তখন তাকে খুব কমই কেউ চিনত বা তার প্রতি কোনো বিশেষ আগ্রহ ছিল না। তবে ২০১৪ সালে ইংলিশ লিগের লেস্টার সিটির একাডেমিতে সুযোগ পাওয়ার পর, ২০১৭-১৮ মৌসুমে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার পর থেকে ইউরোপীয় ফুটবলে তার পরিচিতি বাড়তে শুরু করে। বাংলাদেশের যারা ইংলিশ ফুটবল লিগের ম্যাচগুলো রাতে দেখেন, তাদের কাছে হামজা চৌধুরী এখন পরিচিত মুখ। তার জার্সির পিঠে নাম লেখা ছিল 'চৌধুরী', যা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে।

বাংলাদেশি নামের এই ফুটবলারের শিকড় ছিল বাংলাদেশে, এবং এই বিষয়টি খুঁজে বের করতেই দর্শকরা জানতে পারেন যে, হামজার মা বাংলাদেশের সিলেট অঞ্চলের, আর তার বাবা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের নাগরিক। তবে তার বাবা-মায়ের বিচ্ছেদের পর, সিলেটের দেওয়ান মোরশেদ চৌধুরী তাকে বড় করেছেন, যিনি বর্তমানে হামজার স্টেপফাদার। হামজার সম্পর্কে মোরশেদ চৌধুরী বলেন, “বায়োলজিক্যালভাবে হামজা আমার ছেলে না, কিন্তু তাকে এক বছর বয়সে পেয়েছি এবং বাবার আদরে তাকে বড় করেছি।”

গত বছর হামজা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলতে নামবেন। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ ম্যাচটি ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের গ্রুপে ভারত, সিঙ্গাপুর, এবং হংকং রয়েছে। হামজা ভারতের বিরুদ্ধে খেলার জন্য বাংলাদেশে আসবেন। তিনি গতকাল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলে ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন এবং আজ সকালে সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন। তার সঙ্গে আসছেন তার মা রাফিয়া চৌধুরী, ব্রিটিশ স্ত্রী অলিভিয়া চৌধুরী, এবং তাদের তিন সন্তান - কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী, দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী, ও দেওয়ান ইউনূস হুসাইন চৌধুরী।

সিলেট বিমানবন্দর থেকে হামজা তার পরিবারের সঙ্গে ছাদ খোলা গাড়িতে স্নানঘাট গ্রামে তার বার বাড়ি যাবেন এবং একদিন সেখানে কাটাবেন। পরদিন রাতে ঢাকা আসবেন এবং ১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। একই দিনে সন্ধ্যায় তিনি বাংলাদেশ দলের সাথে অনুশীলন করবেন। এরপর পরিবারসহ ঢাকার থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন।

হামজার আগমন উপলক্ষে বাংলাদেশের নতুন জার্সির ডিজাইনও করা হয়েছে, এবং এই জার্সিগুলি সমর্থকদের মাঝে কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন