ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কর্তৃক ‘ধর্ষণ’ শব্দের ব্যবহার পরিহার সংক্রান্ত বক্তব্যের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রোববার (১৭ মার্চ) রাতে ডিএমপি প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ধর্ষণ একটি ভয়ানক অপরাধ, যা যে কোন বয়সের মানুষের বিরুদ্ধে, ৮ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত ঘটতে পারে। এমন জঘন্য অপরাধকে সঠিকভাবে তার নিজস্ব নামেই অভিহিত করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই দেশের নাগরিকদের ওপর সহিংসতা সহ্য করবে না।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে চলার আহ্বান জানিয়ে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ করেছিলেন। তিনি এ কথা বলেন গত শনিবার (১৬ মার্চ) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে, যেখানে 'হেল্প' অ্যাপের উদ্বোধন করা হয়।
১১৪ বার পড়া হয়েছে