সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার বিনেরপোতায় স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার বিনেরপোতায় স্লুইচ গেট নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকালে, শহরের নিকটবর্তী বিনেরপোতা এলাকার কুলুটিয়া স্লুইস গেটের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪ কোটি ৪৬ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসাফ-উ-দৌলা, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, বাংলাভিশন টেলিভিশন ও বাসসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথি বিএনপি নেতা হাবিব এই সময় বলেন, "স্বৈরাচার শেখ হাসিনার আমলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং-এর মাধ্যমে গোপালগঞ্জের লিটু মিয়া মোল্লা প্রভাব খাটিয়ে কাজটি নেন। এরপর তিনি সেখানে অনিয়ম ও দুর্নীতি শুরু করেন। ঘটনা জানার পর দুদক কর্মকর্তারা এসে কাজটি বন্ধ করে দেন। দীর্ঘ সময় কাজটি বন্ধ থাকার পর সাতক্ষীরার তালা, কলারোয়া এবং সদর উপজেলার হাজার হাজার মানুষের দুর্ভোগ ও কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে আমি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদন জমা দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কাজটি দ্রুত শুরু করার অনুমতি পাই। তার পর আজ আমি এই নির্মাণ কাজের উদ্বোধন করতে পেরে আনন্দিত।"

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং এই কাজটি দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রতিজ্ঞা করেছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন