সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে কৃষকের মসুর ও ভুট্টা কেটে ফেলার অভিযোগ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় কুদ্দুস মোল্লা নামে একজন কৃষকের ২২ শতাংশ জমির মসুর ও ভুট্টার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে চাটমোহর পৌর এলাকার নারিকেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এখনও বিবাদ চলছে। 

ক্ষতিগ্রস্ত কুদ্দুস মোল্লা অভিযোগ করেন, তিনি কয়েক মাস আগে তার জমিতে মসুর ও ভুট্টার চাষ করেছিলেন এবং ফসল প্রায় উৎপাদনের জন্য প্রস্তুত ছিল। কিন্তু পূর্ব শত্রুতার কারণে একই এলাকার বাসিন্দা শাজাহান আলী তার ক্ষেতের ফসল কেটে ফেলেছেন, যার ফলে তার ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

কুদ্দুস মোল্লা আরও জানান, যখন তিনি ঘটনাস্থলে গিয়ে মসুরের চারা কাটতে বাধা দেন, তখন তার সঙ্গে শাজাহান আলীর বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে শাজাহান আলী তাকে প্রাণে মারার হুমকি দিয়ে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়, এমনকি তাকে তাঁর নিজস্ব জমি থেকে বের করে দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত শাজাহান আলীর সাথে কথা বলতে চাইলেও তিনি মোবাইল ফোনে এবং বাসায় গিয়ে কথা বলতে রাজি হননি।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, 'দুই পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে। আমি তাদেরকে মামলা করতে বলেছি, কিন্তু পরে কেউ মামলা করেনি। যদি মামলা করা হয়, তাহলে তদন্তের মাধ্যমেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন