যশোরের শার্শায় র্যাবের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শায় র্যাব সদস্যরা বিশেষ অভিযানে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি একরামুল (২৪) ও রঞ্জন বিশ্বাস (৩৯) কে আটক করেছে।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া একরামুল শ্রীকোনা গ্রামের জিন্নাত আলীর পুত্র এবং রঞ্জন বিশ্বাস শীবচন্দ্রপুর গ্রামের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মো: রাসেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী শার্শার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামের হাইবাবু ও শফিকুল ইসলামের বাড়িতে ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়, যার ফলে একরামুল ও রঞ্জন বিশ্বাসকে আটক করা হয়।
এসময়, তাদের বাড়ির সামনে একটি টিনের চৌচালা রান্নাঘরের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ ৮৮ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব অধিনায়ক।
১৪১ বার পড়া হয়েছে