যানজটে ভোগান্তি, কর্মকর্তার বদলি ঠেকাতে খামারবাড়িতে সড়ক অবরোধ

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলি প্রতিহতের জন্য কিছু মানুষ রাস্তা অবরোধ করেছে।
রোববার দুপুর ১২টার দিকে খামারবাড়ি গোলচত্বর এলাকায় প্রথমে রাস্তা অবরোধ করা হলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে সংশ্লিষ্ট এলাকা থেকে যানজট ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।
এছাড়া, একই সময়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তাও খামারবাড়ির ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে রোববার দুপুরে অ্যাসোসিয়েশনের মহাসচিব সাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই অবস্থান কর্মসূচির সাথে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। তারা অনৈতিক এবং শৃঙ্খলা বিরোধী এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ জানায়, ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কিছু মানুষ দুপুর ১২টার দিকে খামারবাড়ির খেজুর বাগান ক্রসিং সড়ক অবরোধ করেন। এর ফলে মিরপুর এবং বিজয় সরণিগামী যানবাহনগুলো আটকে যায়, এবং এক্সপ্রেসওয়ে থেকে অবরোধের মুখে পড়ে। দুপুর দেড়টার দিকে তারা মূল রাস্তা থেকে সরে এসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থান নেন।
বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থেকে তেজগাঁও অফিসে যাওয়ার সময় আরিফ হাসান জানিয়েছেন, যানজটে ব্যাহত হয়ে তিনি খুবই অতিষ্ঠ। তার মতে, "বাইক চালিয়েও রাস্তা অগ্রসর হচ্ছি না। প্রচণ্ড রোদ এবং রোজার কারণে বেশ ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।"
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম জানিয়েছেন, দুপুর বারোটার সময় কিছু মানুষ রাস্তা বন্ধ করে দেয়ার পর, ডিএমপির ক্রাইম ডিভিশনের কর্মকর্তাগণ ও সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন। যদিও তারা ১০ মিনিটের জন্য সরে আসার প্রতিশ্রুতি দেন, তথাপি পরবর্তী এক ঘণ্টা তারা রাস্তায় ছিল। শৃঙ্খলার পক্ষে আলোচনা করার পরও তারা রাস্তা ছাড়েনি।
১২১ বার পড়া হয়েছে