সাতক্ষীরা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, ৫ দিনব্যাপি কর্মসূচি

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা নিরিবিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যতে আন্দোলন প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জেলা আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ডাক্তার মনিরুজ্জামান, আখতারুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, আগামী ৫ দিনব্যাপি জেলার বিভিন্ন উপজেলায় সফর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী ১৬ মার্চ বেলা ১১টায় দেবহাটা উপজেলা ও দুপুর ২টায় আশাশুনি উপজেলা, ১৭ মার্চ বেলা ১১টায় কলারোয়া উপজেলা ও দুইটায় তালা উপজেলা, ১৮ মার্চ বেলা ১১টায় শ্যামনগর উপজেলা ও ২টায় কালিগঞ্জ উপজেলা এবং ২২ মার্চ বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভা, পরবর্তীতে ২৩ মার্চ বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
১৪৬ বার পড়া হয়েছে