সর্বশেষ

সারাদেশ

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সকল সম্ভাবনার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটি।

শনিবার (১৫ মার্চ) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, যদি নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হয়, তাহলে নওগাঁবাসী চাল সরবরাহও বন্ধ করে দিতে বাধ্য হবে।

এতে অংশগ্রহণ করেন নওগাঁ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য দেয়ার জন্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, শুক্রবার বিকেলে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের ভবিষ্যৎ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টা রুখতে বিএমএ নওগাঁর সভাপতি ডা. ইস্কেন্দার হোসেনকে আহ্বায়ক করে একটি আন্দোলন কমিটি গঠন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজ মানহীন হতে পারে না। কলেজটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল অন্যান্য কলেজের তুলনায় অনেক ভালো। ভবন সংখ্যা একমাত্র মান যাচাইয়ের নির্দিষ্ট মাপকাঠি হতে পারে না। প্রতিষ্ঠানের মানহীনতা সরকারের দায়ভার। বক্তারা দাবি করেন যে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে মেডিকেল শিক্ষা ও চিকিৎসা খাতে বিশাল ঘাটতি হবে, যা প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবাকে সংকুচিত করবে। তাই সংশ্লিষ্টদের এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

ডা. ইস্কেন্দার হোসেন বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার নওগাঁ মেডিকেল কলেজসহ ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করতে চাচ্ছে। তবে, তিনি নিশ্চিত করেন যে, নওগাঁ মেডিকেল কলেজ মানহীন নয়। এখানে শিক্ষকদের সংখ্যা শিক্ষার্থীদের তুলনায় যথেষ্ট, যা অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় উত্তম। ভালো ফলাফল সত্ত্বেও কলেজ বন্ধের সিদ্ধান্ত হঠকারী। তিনি বলেন, কলেজ বন্ধ হলে কঠোর আন্দোলন করা হবে, যার মধ্যে চাল ও আম সরবরাহ বন্ধ, অনশন ইত্যাদি অন্তর্ভুক্ত হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক বলেন, সরকার যদি কলেজ বন্ধ করে তাহলে নওগাঁবাসী কখনোই এটি মেনে নেবে না। সরকারি প্রতিষ্ঠানের মান উন্নয়ন সরকারের দায়িত্ব; প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কোনো সমাধান নয়। প্রয়োজন হলে রাজপথে থাকবেন বিএনপির নেতাকর্মীরা এবং নওগাঁ থেকে চাল ও আম সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন জানান, নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে নওগাঁ মেডিকেল কলেজ মানের দিক থেকে এগিয়ে আছে। তবে সরকার কিছু কলেজের মানের উন্নয়ন সঠিক হয়নি, এ জন্য চিন্তাভাবনা করছে। তাঁর মতে, নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত এখনও হয়নি।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন